সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪
০৪:১৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৪
০৬:৪৯ অপরাহ্ন
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এ দিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
পূর্বের সংবাদ: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার |
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তারের খবরে মিছিল- |
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাইদা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরদিন ৬ আগস্ট তাকে নোয়াখালী নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
এ মামলার আব্দুস শহীদ ২৪৬ নম্বর এজাহারনামীয় আসামি।