বশেফমুমেবি অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন, আহ্বায়ক রাসেল সদস্যসচিব জুয়েল

সিলেট মিরর ডেস্ক


জুন ০৩, ২০২৪
০৩:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২৪
০৩:১৯ পূর্বাহ্ন



বশেফমুমেবি অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন, আহ্বায়ক রাসেল সদস্যসচিব জুয়েল


যাত্রা শুরুর পাঁচ বছর পর সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বশেফমুমেবি) অফিসার্স অ‍্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাতে নগরের জিন্দাবাজারের একটি হোটেলের হলরুমে সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন পরিচালক (অর্থ ও হিসাব, ভারপ্রাপ্ত) শমসের রাসেলকে আহ্বায়ক ও প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির জুয়েলকে সদস্যসচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

আহ্বায়ক কমিটির চারজন যুগ্ম আহ্বায়ক হলেন অঞ্জন দেবনাথ (সহকারী রেজিস্ট্রার), মাইদুল ইসলাম চৌধুরী (সহকারী কলেজ পরিদর্শক), মো. গোলাম সরওয়ার (সহকারী পরিচালক, প.উ.), খালেদা চৌধুরী (সেকশন কর্মকর্তা)।

সদস্যরা হলেন আতিক শাহরিয়ার ধ্রুব (সেকশন অফিসার), মো. আশরাফুল ইসলাম হিমেল (সেকশন অফিসার), সাজু ইবনে হান্নান খান (সেকশন অফিসার), আব্দুল মুনিম (প্রকিউরমেন্ট অফিসার), মো. মোশাররফ হোসেন (উপ-সহকারী প্রকৌশলী), রুহেল আলম (প্রশাসনিক কর্মকর্তা), মো. রাশেদুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), নাফিস ইমতিয়াজ (প্রশাসনিক কর্মকর্তা), গৌতম চন্দ্র দে (প্রশাসনিক কর্মকর্তা), মো. শফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), মো. তৌফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), কাজী মাসুদ (প্রশাসনিক কর্মকর্তা), মবরুর মিয়া (প্রশাসনিক কর্মকর্তা), বুলবুল এ কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), মো. রহমত আলী (প্রশাসনিক কর্মকর্তা), মো. আবু মুসা (প্রশাসনিক কর্মকর্তা), মুমিনুর রহমান (প্রশাসনিক কর্মকর্তা), তামান্না ফিরোজী (প্রশাসনিক কর্মকর্তা), দেবশ্রী রানী দাস (প্রশাসনিক কর্মকর্তা), আলী ফজল মো. কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), হালিমা বেগম (প্রশাসনিক কর্মকর্তা), এনি সরকার (প্রশাসনিক কর্মকর্তা), আসিফ আদনান আল হাদী প্রশাসনিক কর্মকর্তা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আহ্বায়ক কমিটি নবগঠিত অফিসার্স অ‍্যাসোসিয়শনের পরিধি বৃদ্ধি করে স্থায়ী সাংগঠনিক কাঠামোয় পরিচালিত হওয়ার পদক্ষেপ নেবে। পাশাপাশি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে।

২০১৮ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালে নাম ছিল ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’। এটি দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়। নগরীর চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা অধিগ্রহণ করে অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন। সিলেট বিভাগের তিনটি সরকারি মেডিকেল কলেজসহ বেসরকারি মেডিকেল কলেজগুলো এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।


এএফ/০৯