শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা

সিলেট মিরর ডেস্ক


মে ১০, ২০২৫
০৫:১৮ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২৫
০৫:১৮ অপরাহ্ন



শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত। ছবি- অনির্বাণ সেনগুপ্ত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। চলার পথে ট্রেনটির একটি বা একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। যদিও বগিগুলোতে বিপুল পরিমাণ তেল বহন করা হচ্ছিল, তবুও কোনো ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।'

তিনি আরও বলেন, 'এই দুর্ঘটনার ফলে সিলেট-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।'


এএফ/০১