নিষেধাজ্ঞা উঠলেও যে কারণে আপাতত ভারত থেকে পিয়াজ আমদানি হচ্ছে না

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২৪
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৪
০৮:২৭ অপরাহ্ন



নিষেধাজ্ঞা উঠলেও যে কারণে আপাতত ভারত থেকে পিয়াজ আমদানি হচ্ছে না

নিষেধাজ্ঞা উঠলেও যে কারণে আপাতত ভারত থেকে পিয়াজ আমদানি হচ্ছে না


দীর্ঘ পাঁচ মাস পর পিয়াজ আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে এরপরও ভারতের নতুন শুল্ক জটিলতার কারণে পিয়াজ আমদানি করতে পারছে না বাংলাদেশের আমদানিকারকরা। 

ব্যবসায়ীদের দাবি, ভারতের সব শর্ত মেনে পিয়াজ আমদানি করলে বাজারে বর্তমান দামের চেয়ে অনেক বেশি পড়বে। যার জন্য হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি বন্ধ রয়েছে। 

আজ মঙ্গলবার সকালে হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ থেকে ১০টাকা কমে দেশি পিয়াজ ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে পিয়াজ আমদানি হলে দেশি পিয়াজের দাম আরও কমে যাবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর ভারত সরকার পিয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাংকে এলসি খুলে খুলেছেন। কিন্তু হঠাৎ করে শুনি ভারত সরকার পিয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ৪০ শতাংশ শুল্ক দিয়ে পিয়াজ আমদানি করলে ৭০ থেকে ৭২ টাকা প্রতি কেজিতে খরচ পড়বে। একারণেই আমাদের আমদানিকারকরা পিয়াজ আমদানি করছেন না। তবে ভারতের ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন খুব দ্রুত ভারত সরকার শুল্ক কমিয়ে দেবে এবং হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি হবে। 

জিসি / ০৭