হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, নিহত ১, আহত ৩০

শায়েস্তাগঞ্জ থেকে প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২৪
০৮:৫৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২৪
০৮:৫৫ অপরাহ্ন



হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, নিহত ১, আহত ৩০


হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দিলারা বেগম (৪০) নামে এক নারী ও আহত হয়েছেন প্রায় ৩০ জন। 

বুধবার (১০ এপ্রিল) দুপুরে কারখানাটিতে আগুন লাগে।

নিহত দিলারা হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের বেনু মিয়ার মেয়ে। আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত   ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নং বিল্ডিং এর  চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় এক নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে পড়ে  ঘটনাস্থলেই মারা  গেছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের  সহকারী জেনারেল ম্যানেজার এহসানুল হাবিব জানান, ১৩ নং ভবনের চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে  শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান,‘ দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য,  অগ্নিকাণ্ডের খবরে পেয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংবাদ নিতে ছুটে আসলে তাদেরকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে সংবাদকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছ।



এএফ/০৭