বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি রয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩১, ২০২৩
০১:০১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২৪
০৩:৪০ পূর্বাহ্ন



বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি রয়েছে: সিইসি


বিএনপির নির্বাচন বর্জনের আহবান শান্তিপূর্ণভাবে পালন করলে দোষ দেখছেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে নির্বাচন বর্জনের। এটা কিন্তু ওভাবেই শান্তিপূর্ণভাবে হলে বড় চ্যালেঞ্জ নয়। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায় তেমনি নির্বাচনের সমালোচনা করা সম্ভব।’ তবে প্রতিহত চেষ্টা করলে চ্যালেঞ্জ আসবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেটা বলেছি, নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। এখন তারা যদি নির্বাচনকে প্রতিহতের চেষ্টা করে তাহলে চ্যালেঞ্জ যেটা আসবে. সেটা আমাদের মোকাবেলা করতে হবে।’


আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকেও বলা হয়েছে তারা যেন বুঝার চেষ্টা করেন যে আসলেই তারা (বিএনপি) যে পিচফুল ম্যানারে নির্বাচনের বিরুদ্ধে বা নির্বাচন বর্জনের যে আহ্বান জানাচ্ছে তার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের কোনো সঙ্কট নেই। কিন্তু নির্বাচনের দিন বা তার আগে তাদের অবস্থান পরিবর্তিত হয়ে নির্বাচন প্রতিহত করার কার্যক্রম গ্রহণ করে, ভোটারদের যদি ভোটকেন্দ্রে যেতে বাঁধা প্রদান করা হয় তাহলে অবশ্যই এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে সেই চ্যালেঞ্জ মোবাবেলা করার প্রস্তুতি আমাদের রয়েছে।’

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যথেষ্ট অনুকুল। প্রার্থীদেরও তেমন কোন অভিযোগ নেই। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, নির্বাচন যেভাবেই সব ভোট এক জায়গায়ই পড়বে। এটা একেবারেই অবান্তর অভিযোগ। এবার অন্তত এমনটি ঘটবে না। এবারের নির্বাচন অবাদ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ হবে না, আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না। তবে সোশ্যল মিডিয়ায় অনেকেই মিথ্যে তথ্য প্রচার করে নির্বাচনকে বরবাদ করার চেষ্টা করছেন। জনগনকে বিভ্রান্ত করছেন।  কেউ এরকম মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা ধরে রুদ্ধদার চলে এ মতবিনিময়।

 এসময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকার থেকে থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

এসময় তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। এবারের নির্বাচন যে কোন মূল্যে অবাদ, সুষ্ঠু ও নিরপেকব্ষ করতেই হবে।

 সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রার্থী, আনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে করা মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল আহমেদ।


এএফ/১৪