সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৩
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৩
০২:৪৮ পূর্বাহ্ন
শুভ শক্তির উন্মেষে প্রতি বছরের মতো এবারও সিলেট নগরে আলোর মিছিল করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১০ মিনিটে নগরের পুরানলেনস্থ কার্যালয় থেকে শুরু হয় এই আলোর মিছিল। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোর মিছিল নগরের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
বিজয়ের ৫২ বছর উপলক্ষে তিনদিন ব্যাপী শ্রুতি বিভাগীয় আবৃত্তি উৎসবের শেষ দিনে এবারের আয়োজন টি বিশেষ আয়োজন ছিল। দিনের সূর্য ডুবে যাওয়ার পরপরই শুভ শক্তির উন্মেষের লক্ষে বের হয় আলোর মিছিল। আলোর সন্ধানী শতশত তরুন প্রজন্মের কন্ঠে ধ্বনিত হয় ও আলোর পথযাত্রী এ যে রাত্রী এখানে থেমো না। শিশু,বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন আলোর মিছিলে। আয়োজনের শুরুতে ছিল বিজয়ের গান, কবিতা পাঠ এবং মুক্তিযুদ্ধের গল্প শোন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ের কথামালায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সেলিম, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সদস্যসচিবের স্বাগত বক্তব্য দেন আবৃত্তিশিল্পী এবং সংগঠক সুকান্ত গুপ্ত ।
বিজয়ের কথা মালায় বক্তারা বলেন, পাকিস্তানি ঔপনিবেশিক শাসন, শোষণ, নির্যাতনের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়। একাত্তরের ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই দিনটি বাঙালি জাতির জীবনে সর্বোচ্চ গৌরবের একটি অবিস্মরণীয় দিন।
প্রসঙ্গত, শ্রুতির আলোর মিছিল বিগত ১৮ বছর ধরে নিয়মিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী আলোর মিছিলে অংশ নেয় প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আলোর মিছিলের মাধ্যমে শ্রুতি সিলেটের তিনদিন ব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসবের সিলেট বিভাগীয় এবং উদ্বোধনী আয়োজন সমাপ্ত হয়। আগামী মাসে অনুষ্ঠিত হবে শ্রুতির বিভাগীয় আবৃত্তি উৎসবের চট্টগ্রাম বিভাগীয় আয়োজন।