সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩
১২:১০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৩
০১:২৭ পূর্বাহ্ন
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আনুষ্ঠানিকতার মধ্যে ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং আলোচনা সভা।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে তা অর্ধনমিত করেন। পরে উপাচার্যের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় নগরের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নর্থ ইস্ট ইউনিভার্সটি বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপাচার্য শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘জাতিকে মেধাশূণ্য করতেই পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ দেশের বুদ্ধিজীবী শ্রেণি বিশেষ করে চিকিৎসক, আইনজীবীসহ সমাজের বিবেককে হত্যা করে।’
তবে তাদের সে উদ্দেশ্য সফলতা অর্জন করতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, ‘বাঙালি জাতি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন করে আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।’ উপাচার্য শহীদ বুদ্ধিজীবীসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক ড. মো. নাহিদুল ইসলাম।