সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২৩
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২৩
০৬:০১ অপরাহ্ন
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশে থাকা অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোট থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি।
এর আগে গত জুলাই মাসে হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও শ্রীনগরের ডাল লেকে আগুন লেগেছিল।
এএফ/০১