সিলেট মিরর ডেস্ক
জুলাই ০১, ২০২৫
০২:৩৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২৫
০২:৪২ অপরাহ্ন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
ফোনকল ফাঁস হওয়ার একটি অডিওকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। ফাঁস হওয়া এই অডিওতে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার কথোপকথনের বিষয় উঠে আসে।
আজ মঙ্গলবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক প্রধানমন্ত্রী পেতংতার্নের বিরুদ্ধে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে।
রায়ের পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেতংতার্ন বলেন, ‘আদালতের রায় আমি মেনে নিয়েছি। আমি সব সময় আমার দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
এই আদেশের ফলে থাইল্যান্ডের রাজনীতিতে অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
জিসি / ০২