নির্বাচনে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছে ইসি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০২, ২০২৩
০২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২৩
১০:২৭ অপরাহ্ন



নির্বাচনে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছে ইসি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে নির্বাচনকালে ডিসেম্বরে আদালতের অবকাশের সময়েও বিচারিক কার্যক্রম সচল রাখার অনুরোধ জানিয়েছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম বেলা ৩টায় প্রধান বিচারপতির খাস কামরায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ ও প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় প্রধান বিচারপতির কার্যালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। সাক্ষাতের সময় প্রধান বিচারপতি শুভেচ্ছা বিনিময় করেছেন। এর বাইরে আমরা শুধু একটি বিষয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো জাতীয় সংসদ নির্বাচনে বিচারকরা ইলেকটোরাল এনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এটা এবার কোর্টের বন্ধের (ভ্যাকেশন) মধ্যে পড়েছে। এবার নির্বাচন চলাকালে ডিসেম্বরে সিভিল কোর্টের বিচারকরা ভ্যাকেশনে (ছুটিতে) থাকবেন। তাই প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি, যেন বন্ধের সময়েও বিচারকরা দায়িত্ব চলমান রাখেন। বন্ধের সময়ে আমাদের কাজগুলো যেন বাধাগ্রস্ত না হয়। ডিসেম্বরে যদি কোর্ট বন্ধ থাকে, তাহলে আমাদের কাজটা পিছিয়ে যাবে। আর জানুয়ারি মাসে তো বিচারকরা আগের মতো করেই দায়িত্ব পালন করবেন। এটুকুই আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। সৌজন্য সাক্ষাতে তারা কুশল বিনিময় করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গত ২৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর প্রচলিত রেওয়াজ অনুযায়ী বিভিন্ন সময় সাংবিধানিক নানা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারের বিভিন্ন দপ্তরের সিনিয়র সচিব ও সচিব এবং সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

২০১৮ সালের ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। সে হিসাবে আগামী ২৮ জানুয়ারি চলতি সংসদের মেয়াদ শেষ হবে। সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ৩১ অক্টোবর থেকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। 

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।


এসই/০৪