সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩
১২:৩২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২৩
১২:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতের আগরতলা রেলপথে প্রথমবার ট্রেন চালানো হয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে একটি ট্রেন ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেলস্টেশন পর্যন্ত চলাচল করে। এদিন দুপুর ১২টা ২০ মিনিটে গঙ্গাসাগর রেলস্টেশন থেকে নিশ্চিন্তপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। এ সময় ট্রেনে ছিলেন ট্রেনের পরিচালক (গার্ড), চালক ও প্রকৌশলীসহ ছয়জন।
জানা গেছে, সোমবার বিকালে ট্রেনটি ভারত থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে। আগামী বুধবার (১ নভেম্বর) আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক এ রেলপথটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরীক্ষামূলক ট্রেনের পরিচালক আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রায়ালে পাঁচটি খালি বগি নিয়ে ট্রেনটি ভারতের নিশ্চিন্তপুরে যাবে। এ উপলক্ষে গঙ্গাসাগর রেলস্টেশনে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়। ট্রেনের পরিচালক, সহকারী পরিচালক ও চালকসহ ছয়জন আমরা আমাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমরা ট্রেনটি নিয়ে ভারতের নিশ্চিন্তপুর যাব এবং ফিরে আসব।
আখাউড়া-আগরতলা রেলপথের প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, এর আগে ১৪ সেপ্টেম্বর পরীক্ষামূলক ট্রেন চালানো হয় বাংলাদেশের অংশে। এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে দুদেশের মধ্যে।
আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকারী প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক মাস আগেই রেলপথ নির্মাণের কাজ শেষ হয়। এরপর থেকেই অপেক্ষা ছিল আনুষ্ঠানিক উদ্বোধনের। কিন্তু নানা কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা যাচ্ছিল না। অবশেষে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঠিক করা হয়। এ বিষয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে।
সরেজমিনে দেখা যায়, রেললাইন বসানোর কাজ পুরোপুরি শেষ হয় কয়েক মাস আগেই। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে চলতি মাসে সংশ্লিষ্ট একাধিক দল আখাউড়ায় আসেন। মাসের শুরুতে ঢাকায় রেলভবনে হওয়া এক বৈঠকে ১ নভেম্বর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় নির্ধারণ করা হয়।
দুদেশের এ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের অংশে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৫৭ কোটি ৫ লাখ টাকা এবং ভারতীয় ঋণ ৪২০ কোটি ৭৬ লাখ কোটি টাকা।
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমে প্রকল্পের মেয়াদ ১৮ মাস ধরা হয়। করোনার প্রভাবসহ নানা কারণে পাঁচ দফায় মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ নির্মাণ কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুন নাগাদ করা হয়েছিল।