সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৫, ২০২৩
১০:০৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৭:৫৫ অপরাহ্ন
কানাডার টরন্টো শহরে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী দীপান্বিতা সেন মারা গেছেন। গতকাল বুধবার (৪ অক্টোবর) টরেন্টোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিক্ষার্থী।
দীপান্বিতা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরে টরন্টোর একটি হাসপাতালে অবচেতন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। টরন্টোর বাংলাদেশি কমিউনিটি এই সংবাদ জানিয়েছে।
গত পাঁচ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে মাত্র ১৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন দীপান্বিতা। তিনি গত চারমাস ধরে হাসপাতালে অবচেতন অবস্থায় শয্যাশায়ী ছিলেন।
তিনি খুব অল্প বয়সে তার মেধার ও যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। তিনি পিল ডিসট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি নির্বাচিত হয়েছিলেন এবং ইউনিভার্সিটি অব টরন্টোর গ্র্যাজুয়েশেন প্রোগ্রামে ভর্তিও হয়েছিলেন।
দীপান্বিতা বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন্সটিটিউটের সদস্য দিলিপ সেনের মেয়ে। বাংলাদেশি ছাত্রীর অকাল মৃত্যুতে টরন্টোর বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এএফ/১২