লন্ডন সংবাদদাতা
অক্টোবর ১২, ২০২৫
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২৫
০২:৫৪ পূর্বাহ্ন
গণমাধ্যমের বিবর্তন ও ‘সংবাদের ভবিষ্যৎ’ কি হতে পারে সেই সুলুক সন্ধানে যুক্তরাষ্ট্রের লণ্ডনে সেমিনারের আয়োজন করে লন্ডন বাংলা প্রেসক্লাব। এতে মূখ্য আলোচক সিলেট বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক আনোয়ার আল দীন।
শনিবার (১১ অক্টোবর) এই সেমিনারের আয়োজন করে লন্ডন বাংলা প্রেসক্লাব।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাবেক সভাপতি বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী, সাবেক সহ সভাপতি রহমত আলী, কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম, সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল এবং সংবাদ উপস্থাপক রুপি আমিন।
মানুষ তথ্যের এই বন্যায় প্রকৃত সত্য সংবাদটি চিনে নিতে পারে-বাসস চেয়ারম্যান আনোয়ার আল দীন |
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন বলেন, ‘ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং সাম্প্রতিক এআই (AI)-এর সংযোজনে মৌলিক সংবাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে—তা বলা কঠিন। তবে সস্তা সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। পাঠক বা দর্শক তথ্যের এই বন্যার মধ্যেও আসল সংবাদটি চিনে নিতে পারেন।’
তিনি আরো বলেন, ‘প্রযুক্তি যেমন সংবাদকে আরও দ্রুত ও সহজলভ্য করেছে, তেমনি এটি তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। ভবিষ্যতের সংবাদ হবে আরও বেশি ডেটা-নির্ভর ও দ্রুততর। তবে এখন অনুসন্ধান বা গবেষণা অনেক সহজ হয়েছে—অনলাইনে সামান্য অনুসন্ধানেই পাওয়া যায় দুনিয়ার তাবৎ তথ্য।’
সেমিনারে সভাপতির বক্তব্যে মুহাম্মদ জুবায়ের বলেন, ‘বর্তমানে মিডিয়ায় নতুন এক বিবর্তন চলছে। অনেক সময় দেখা যায়, প্রচলিত সংবাদমাধ্যমকে ছাড়িয়ে প্রভাব বিস্তার করছে কোনো নাগরিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ইনফ্লুয়েন্সাররা তৈরি করছেন সংবাদ, আর সেই সোশ্যাল পোস্ট থেকেই জন্ম নিচ্ছে সবচেয়ে আলোচিত খবর। তবে উচ্চমানসম্পন্ন ও অনুসন্ধানভিত্তিক সংবাদ সবসময়ই পাঠকের আস্থা অর্জন করবে।’
তিনি আরও বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ডজয়ী সাংবাদিক আনোয়ার আল দীনকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত। তথ্যনির্ভর এই আলোচনায় অংশ নিয়ে আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি।’
ক্লাব সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, ‘আমরা বাংলাদেশের শীর্ষ সাংবাদিকদের সম্মান জানাতে চাই, তবে সেটি যেন হয় গতানুগতিকতার বাইরে—একটি তাত্পর্যপূর্ণ ও শিক্ষণীয় আয়োজন। সেদিকে আমরা গুরুত্ব দেই।’
এসময় বলা হয়, ‘একসময় ছিল পত্রপত্রিকার জয়জয়কার। তারপর এলো টেলিভিশন নিউজ—দৃশ্য ও শব্দের এক নতুন দুনিয়া। এই দুটি মাধ্যম আজও টিকে আছে, তবে সময়ের বিবর্তনে শুরু হয়েছে ডিজিটাল মিডিয়ার বিপ্লব।’
এর আগে সেমিনারের শুরুতে আনোয়ার আল দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা,অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন,মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান,ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন,নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
এএফ/০১