সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫
০২:১৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৫
০২:১৮ অপরাহ্ন
মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: ঢামেক পরিচালক
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কারখানা ও কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ১৬ জন মারা গেছেন। মরদেহগুলো দ্রুত শনাক্ত শেষে তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ বুধবার (১৫ অক্টোবর) ঢামেক পরিচালক এসব কথা বলেন।
ঢামেক পরিচালক বলেন, মিরপুরে আগুনের ঘটনায় ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও বাকি ৭ জন নারী। মরদেহগুলো এমনভাবে বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করা খুবই কঠিন। এখন পর্যন্ত আত্মীয়স্বজনরা এসে ১০ জনকে শনাক্তের দাবি করেছেন। তবে জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে মরদেহ হস্তান্তর করছে না।
তিনি আরও বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগে কথা হয়েছে। সবার ডিএনএ নমুনা রেখে তারপর মরদেহ হস্তান্তর করা হবে। যত দ্রুত সম্ভব প্রশাসন ও পুলিশের সহায়তায় মরদেহগুলো আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, চার ঘণ্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ। ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিংসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ছুটি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশপাশের অফিস ও কারখানা বন্ধ রাখা হয়েছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
জিসি / ০২