সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০২, ২০২৩
০৬:৩৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২৩
০৭:০৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সময় পাঁচটি বালুবাহী নৌকা জব্দ করেছে টাস্কফোর্স। এ সময় নৌকার পরিচালকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদপ্তর, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন জানান, সোমবার দুপুর একটার দিকে জাফলংয়ের ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানাপুলিশের দলের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৫টি বালুবাহী নৌকা আটক করে মামলা দেওয়া হয়।
এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।
এএফ/০৫