১৭ বছর পর বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের শুরু

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২৩
০৮:৫৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২৩
০৮:৫৯ পূর্বাহ্ন



১৭ বছর পর বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের শুরু


১৭ বছর বন্ধ থাকার পর আবার জাপানের আকাশে পাখা মেলেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারিতা বিমান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে বিমানের ফ্লাইট।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফিতা কেটে ঢাকা-নারিতা ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি জানান, জাপানের পাশাপাশি শিগগিরই ঢাকা থেকে চেন্নাই, গুয়াংঝু ও মালে রুটে ফ্লাইট চালু করবে বিমান। ঢাকা-নারিতা রুটের সরাসরি ফ্লাইট জাপান প্রবাসীদের চলাচল সহজ ও নির্বিঘ্ন করবে, এমন আশা পর্যটন প্রতিমন্ত্রীর।

উদ্বোধনী ফ্লাইটটি রাত পৌনে ১২টায় জাপানের টোকিও’র উদ্দেশ্যে রওনা দেবে। সপ্তাহে তিন দিন শুক্রবার, সোমবার ও বুধবার যাবে বিমানের সরাসরি ফ্লাইট। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বিমানের সরাসরি ফ্লাইট জাপান যাওয়ার ফলে অন্য উচ্চতায় পৌঁছাবে দুদেশের সম্পর্ক।

শুধু ব্যবসা-বাণিজ্য নয়, ঢাকা-নারিতা ফ্লাইট সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়েও ভূমিকা রাখবে। যাত্রীদের সন্তুষ্টি অর্জনে সেবার মান উন্নয়নের তাগিদ দেন তিনি। 

স্বাগত বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং সিইও শফিউল আজিম বলেন, নতুন রুটসহ লাভজনক রুটেও ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-টোকিও রুটের পর শিগগিরই চেন্নাই ফ্লাইটর ব্যাপারে আশাবাদ ব্যক্তি করেন তিনি।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কর্তব্য মনে করে জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট চাল হলো। এর মধ্য দিয়ে সাড়ে ৬ ঘণ্টায় জাপান যাওয়া যাবে। 

বিমানের এমডি বলেন, জাপানে বাংলাদেশি ছাড়াও প্রায় ৪১ হাজার ভারতীয় এবং এক লাখ ৪০ হাজার নেপালি নাগরিক বাস করেন। ভারত ও নেপালের যাত্রীরা মাত্র ছয় ঘণ্টার মধ্যে ঢাকা হয়ে জাপানে আসা-যাওয়া করতে পারবেন।

তিনি বলেন, এছাড়া বর্তমানে অনেক জাপানি কম্পানি এখানে তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে এবং অনেক বাংলাদেশি শিক্ষার্থী জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে।

২০২২ সাল পর্যন্ত জাপানে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ছিল ২০ হাজার ৯৫৪ জন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন  জানান, সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে এ রুটের অহংকার হবে বিমান।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ঢাকা-নারিতা ফ্লাইট ২০২০ সালে চালুর কথা ছিল। কিন্তু সেসময় জাপানের বিধিনিষেধের কারণে সম্ভব হয়নি। বিমান চলাচল বাড়লে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে। এ রুটটি সাফল্যমন্ডিত হবে এমন আশা তার। শিগগিরই ঢাকা-হানেদা রুটে বিমানের ফ্লাইট চালু হবে বলে আশা করেন তিনি। 

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, সরাসরি ফ্লাইট দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিমানের সরাসরি ফ্লাইট দুদেশের যাত্রীদের সময় সাশ্রয় করবে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে।

জানা গেছে, ১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু হয়েছিল। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয়। তবে, তখন টোকিও বিমানবন্দরের পরিবর্তে ঢাকা-নারিতা গন্তব্যে সেই ফ্লাইট চলত। ক্রমাগত লোকসানের কারণে ২০০৬ সালে এই গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ১৭ বছর পর আবার শুক্রবার সেই ফ্লাইট শুরু হলো।

ঢাকা থেকে নারিতা রুটের সর্বনিম্ন একমুখী ভাড়া শুরু হবে ৭০ হাজার ৮২৮ টাকা থেকে এবং ফিরতি টিকিটসহ সর্বনিম্ন মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা।


এএফ/০২