গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বর্ণিল পিকনিক সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৭, ২০২৩
০৮:০৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২৩
০৮:২৫ অপরাহ্ন



গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বর্ণিল পিকনিক সম্পন্ন


যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীদের সংগঠন গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বর্ণিল আয়োজনে পিকনিক সম্পন্ন হয়েছে। গত রবিবার (৩০ জুলাই) মিশিগানের ওয়ারেন সিটির বুচার পার্কে একাধিক ধাপে এ বর্ণিল অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।  

সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম ধাপে বেলা তিনটায় বেলুন এবং প্লেকার্ড উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

 উদ্ভোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক , আব্দুস সালাম (সাবেক চেয়ারম্যান),মনাফ আহমেদ বাবুল, জালাল উদ্দিন,  ফিটজজেরাল্ড বোর্ড অফ অ্যাডুকেশন ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য আবু হানিফ, গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইন ইউকের সভাপতি গোলাম জিলানীসহ বিভিন্ন কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ। 

দ্বিতীয় পর্বে শিশুসহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা ৩০টি ইভেন্টে খেলাধুলায় অংশ নেন। ৩০টি ইভেন্টে ১২০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ হইতে পুরস্কৃত করা হয়।

তৃতীয় পর্যায়ে আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ হইতে মধ্যাহ্নভোজে আপ্পায়ন করা হয়। মনোমুগ্ধ সংগীত অনুষ্ঠানে দর্শনার্থীদের মাতিয়ে রাখেন ঢাকার জনপ্রিয় কন্ঠশিল্পী প্রেমা রহমান ও লন্ডনের জনপ্রিয় ফোক শিল্পী দিপু জায়গীরদার। 

গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রশংসনীয় কার্যক্রমে মুগ্ধ হয়ে ‘সিনেট ররিয়াল রিকগনিশ ‘ ইউএস সিনেটর গ্যারি পিটার্সের পক্ষে আঞ্চলিক ডিরেক্টর জেনিফার সুইফট এবং মিশিগান ‘স্টেট ট্রিবুউট’ রাজ্যের সিনেটর পল ওয়নো, মিশিগান স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভস লরি স্টোন, মিশিগান স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভস ডোনাভান ম্যাকক্যানির পক্ষে স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরীর নিকট হস্তান্তর করেন এবং তাদেরকে সংগঠনের পক্ষ হইতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিচারক এবং প্রাক্তন সিনেটর স্টিভ বিদা, অফিসিয়াল ম্যাকম্ব কাউন্টি ডেমোক্র্যাটিক ব্ল্যাক ককাস চেয়ার জ্যাকি কেলি, সিটি অব সেন্টার লাইন স্কুল বোর্ডের ট্রাস্টি এবং ট্রেজারার হেনরি নিউনান, ফিটজজেরাল্ড বোর্ড অফ ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটি বোর্ড অফ রিভিউ ভাইস চেয়ার ফয়সাল আহমেদ, সদস্য আজিজ চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ। 

এরপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র’তে প্রধান আকর্ষণ ছিল একটি কার। এছাড়া আরও ১৯টি আকর্ষণীয় পুরস্কার ছিল। র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হামট্রামিক সিটি কাউন্সিলর আবু মুসা, পিকনিক কমিটির আহবায়ক মো. রমিজ উদ্দিন, সহ সভাপতি জয়নাল উদ্দিন, মো. কামাল আবেদীন, মো. আব্দুল লতিফ বাবুল, নজরুল ইসলাম বদরুল, পৃষ্ঠপোষক আক্তার হোসেন মাসুক, রোসেন্দ্রা দাশ, গোলাম আযম মাসুক, আব্দুল হক, মো. জয়নাল আবেদীন, আব্দুল মালিক, মো. আশরাফুল আমিন, তরিক উদ্দিন, বুরহান উদ্দিন, ইফতেখার হেলাল, শাহজাহান রহমান মফিজ, মো. আব্দুল খালিক, নিজাম উদ্দিন, মো. ফয়সল আহমেদ, মনির উদ্দিন, খালিক উদ্দিন, মো. হেলাল আবেদীন, কয়েস আহমেদ, মো. শুয়াইব, দিলওয়ার হোসেন, আলিম আহমেদ, আনিস জামান, জাকির মুন্না, রানু মিয়া, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, এস এম জয়নাল, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, শাহেদ উদ্দিন, শুভ আহমেদ, রাশেদুজ্জামান রাসেল, আলিম উদ্দিন, শারমিন হক।ক্যালিফর্নিয়া থেকে আগত অতিতি খালেদ আহমেদ, ইকবাল বাবর, শাহীন আহমেদ, বদরুল ইসলাম।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল রহমান, চেয়ারম্যান নজরুল ইসলাম, সায়েদ মঈন দিপু, লুৎফুর রহমান,মজিবুর রহমান শাহীন, হারান কান্তি ,সঞ্জয় দেব,আজমল হোসাইন, সেলিম আহমেদ, মাহবুব রাব্বি,বশির আহমেদ, জাফর আহমেদ, জাবেদ চৌধুরী, বকুল তালুকদার, আবেদ মনসুর, গুলজার আহমেদ,ফয়সল, জনি, কবির আহমেদ ,শামীম আহমেদ, সেলিম আহমেদ, শাহাদাত হোসাইন মিন্টু ,কামাল উদ্দিন, নায়িম আহমেদ, শিপু জায়গীরদার, রাব্বি আলম, মো. ফরিদ আহমেদ, ইয়াসিন আহমেদ, আব্দুর রাকিব, আবুল কালাম আজাদ, সাব্বির আহমেদ, সিরাজুল ইসলাম, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, ফয়জুর রহমান, আহাদ আহমেদ, খোকন আহমেদ, কামাল উদ্দিন, মুর্শেদ আহমেদ, শাহেদা সাদেক, টুনু মিয়া, শহিদুল ইসলাম, মুর্শেদ আহমেদ, শাহ শিমুল, কাউন্সিলর প্রার্থী খাজা আফজল, মুহতাসিন সাদমান, কবির আহমেদ ,সাব্বির আহমেদ, অনিতা প্যাটেল, জাহাঙ্গীর আলী, সাংবাদিক কামরুজ্জামান হেলাল, আয়েশা আলী, সুলতান শরীফ, নেহের সিদ্দিক, সুহেল, রানা প্রমুখ।

আগত সকল অদিতিবৃন্দকে সংগঠনের পক্ষ হইতে সম্মাননা উপহার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ আগত সকল অতিথিবৃন্দ ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংগঠনের নেত্রীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


এএফ/০৩