মশা নিধনে সিঙ্গাপুর থেকে এলো পাঁচ টন ব্যাকটেরিয়া

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০২, ২০২৩
০৪:৩৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২৩
০৪:৫৫ অপরাহ্ন



মশা নিধনে সিঙ্গাপুর থেকে এলো পাঁচ টন ব্যাকটেরিয়া


মশা মারতে এবার সিঙ্গাপুর থেকে ব্যাসিলাল থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) নামে ব্যাকটেরিয়া আমদানি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১ আগস্ট) ডিএনসিসিতে ব্যাকটেরিয়া এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। বুধবার থেকে পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ শুরু হবে বলে জানান তিনি।

ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিটিআই পরিবেশ সুরক্ষা সংস্থা (EPA) নিবন্ধিত কীটনাশক। আবাসিক, বাণিজ্যিক ও জৈব কৃষি কার্যক্রমে এটি ব্যবহার করা হয়। এমনকি নির্দেশনা অনুসারে ব্যবহার করা হলে এটি জমে থাকা পানিতেও প্রয়োগ করা যেতে পারে।

বিটিআই ট্যাবলেট, ব্রিকেট, পেলেট, দানা বা তরলসহ নানা রূপে বাজারে পাওয়া যায়। মশার লার্ভা, ব্ল্যাকফ্লাইস ও ছত্রাক বিটিআই ব্যাকটেরিয়া খেলে এগুলো তাদের শরীরে এক ধরনের টক্সিন বা বিষক্রিয়া তৈরি করে। ফলে তাদের মৃত্যু হয়।

ডিএনসিসির যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি সেসব এলাকায় বুধবার থেকে এই ব্যাকটেরিয়ার প্রয়োগ শুরু হবে। ভালো ফল পেলে আরও আমদানি করার চিন্তা করছে ডিএনসিসি। 

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম শফিকুর রহমান বলেন, ’ডেঙ্গুর সময় এই ব্যাকটেরিয়া দুই-তিন মাস ব্যবহার করা হবে। কার্যকারিতা প্রমাণ হলে সারা বছরই ব্যবহার করা যাবে।’


এএফ/০২