অর্পিতা মুমুর মৃত্যুতে নির্মুল কমিটি ইউকের শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২৩
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২৩
০২:৫৭ পূর্বাহ্ন



অর্পিতা মুমুর মৃত্যুতে নির্মুল কমিটি ইউকের শোক

বিশিষ্ট লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। 

এক শোকবার্তায় সংগঠনের পক্ষে সভাপতি সৈয়দ আনাছ পাশা, সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, সহসভাপতি নিলুফা ইয়াসমিন হাসান, সহসভাপতি হরমুজ আলী, সেক্রেটারি স্মৃতি আজাদ ও মনিরা পারভিন প্রয়াত অর্পিতা শাহরিয়ার কবির মুমুর আত্মার শান্তি কামনা করেন এবং শাহরিয়ার কবির ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার বাসভবনে মৃত্যুবরণ করেন অর্পিতা শাহরিয়ার কবির মুমু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর। তিনি লন্ডনে আইন বিষয়ে অধ্যয়ন করছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে মা ফাতেমা কবির ডানার মৃত্যুর কারণে তিনি দেশে ফিরেন।

এনপি-০১