নিজস্ব প্রতিবেদক
জুন ০৯, ২০২৩
০৮:০০ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২৩
০৮:০০ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় মালবাহী ট্রাকের সঙ্গে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক ছয় সদস্যের এ কমিটি গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের মিডিয়া কর্মকর্তা আহসান উল আলম। তিনি বলেন, কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
“কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সদস্যসচিব হিসেবে আছেন বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)। অন্য সদস্যরা হলেন- মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।”
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৪ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশা নামে এক তরুণের মৃত্যু হয়।
এছাড়া আরও ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দুর্ঘটনায় নিহত মো. সায়েদ নুরের ছেলে ইজাজুল মোটরযান আইনে একটি মামলা করেন। দক্ষিণ সুরমা থানায় দায়ের করা ওই মামলায় ট্রাক ও পিকআপ ভ্যানের চালকদের আসামি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, ঘটানার পর থেকে দুই চালকই পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।
এসই/১২