শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক, মামলা

ওসমানীনগর প্রতিনিধি


জুন ০৯, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন



শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক, মামলা


সিলেটের ওসমানীনগরে পড়া না শিখে ক্লাসে যাওয়ায় মোহাম্মদ রাহিম (১১) নামের এক শিশুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বুধবার অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আবদুল জলিল। তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের বাসিন্দা। 

অভিযুক্তরা হচ্ছেন, গোয়ালাবাজারস্থ ইমদাদিয়া হিফজুল কোরআন সেন্টারের শিক্ষক মো. আসাউজ্জামান আসাদ (৪০) ও সাব্বির আহমদ (১৬)। 

অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ রাহিম প্রায় তিন বছর ধরে ওই মাদ্রাসায় পড়ালেখা করছে। গত ২৮ মে সে নির্ধারিত পড়া না শিখে ক্লাসে আসায় কাঠের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষক আসাউজ্জামান আসাদ ও সাব্বির। এতে রাহিম মারাত্মক অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে রাহিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

 মামলার বাদী আবদুল জলিল বলেন, পড়া না শিখলে শিক্ষক শাস্তি দিতেই পারেন। কিন্তু কাঠের লাঠি দিয়ে আঘাত মেনে নেওয়া যায় না। আমার ছেলেকে শাসনের নামে অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার হাতের কনুইয়ের একটি হাড় ভেঙে গেছে। শরীরসহ মাথায় শক্ত আঘাত রয়েছে। ছেলেটি ভালো করে দাঁড়াতে পারছে না।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আসাউজ্জামান আসাদ বলেন, পড়া না পারায় শাসন করতে সামান্য বেত্রাঘাত করা হয়েছে। এর বেশি কিছু নয়। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, আহত শিক্ষার্থীর বাবার অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত শিক্ষকদের ধরতে অভিযান চলছে।