নিজস্ব প্রতিবেদক
জুন ০৮, ২০২৩
০৫:৫৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২৩
০৫:৫৫ অপরাহ্ন
'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' এ প্রতিপাদ্য নিয়ে এ বছর বর্ষা মৌসুমে সিলেট ও জালালাবাদ সেনানিবাসে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
০৮ জুন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাঋতুব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর উদ্বোধন করেন। এতে সিলেট সেনানিবাস হতে ভিডিও টেলি কনফারেন্স এর মাধ্যমে যোগদান করেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
এসময় তিনি বলেন বৃক্ষ রোপোনের পাশাপাশি আমরা এগ্রো ফার্মের কাজও শুরু করেছি । তিনি নিজেদের অস্তিত্বে্র প্রয়োজনে সকলকে গাছ লাগানোর আহব্বান জানান।
অনুষ্ঠানে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের সকল কমান্ডার, এরিয়া সদর দপ্তর সিলেট ও ডিভিশন সদর দপ্তরের গ্রেড-১ অফিসার এবং সিলেট এরিয়ার সকল ইউনিটের অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সেনানিবাসের সকল ইউনিট হতে নির্ধারিত সংখ্যক জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সেনাসদস্য অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ উদ্বোধনের সাথেই সিলেট ও জালালাবাদ সেনানিবাসের বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়। বৃক্ষরোপন কর্মসূচী আওতায় বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনমূলক গাছ রোপন করা হবে। এ কর্মসূচী ০৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সিলেট এবং জালালাবাদ সেনানিবাসে সর্বমোট ৬০০০ টি বিভিন্ন প্রকার বৃক্ষরোপন করার পরিকল্পনা করা হয়েছে।
এসই/০৩