সিলেট মিরর ডেস্ক
জুন ০৫, ২০২৩
০৫:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২৩
০৮:৫৪ পূর্বাহ্ন
সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নগরের রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় মেলাটি আয়োজন করা হয়।
রবিবার (৪ জুন) মেলার সমাপনি দিনে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের শিল্প-সংস্কৃতির অন্যতম স্থান অর্জন করে আছে সাহিত্যচর্চা। বিশেষ করে সিলেট অঞ্চলের সাহিত্য বাঙ্গালির সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছে।’
তিনি বলেন, ‘সাহিত্য মেলার মাধ্যমে এই অঞ্চলের কবি-সাহিত্যিকদের মধ্যে যে সেতুবন্ধন ও আন্তরিক সম্পর্ক নির্মাণ হয়েছে সেই ধরা অব্যাহত রাখতে আমরা আন্তরিক।’ তিনি সৃজনশীল সাহিত্যচর্চায় সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে সকলের প্রতি অনুরোধ জানান।
সমাপনী আলোচনায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান,বিশিষ্ট কবি ও লেখক শুভেন্দু ইমাম,কবি আকমল হোসেন নিপু।
এছাড়াও বিভাগের চার জেলার কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
সাহিত্যমেলার দ্বিতীয় দিন সকাল সাড়ে দশটায় চার জেলার কবিদের পরিবেশনায় শুরু হয় কবিকণ্ঠে কবিতা। দুপুরে অনুষ্ঠিত হয় লেখক,গল্পকার, নাট্যকারদের পাঠ,বিকাল চারটায় শুরু চারজেলার বিশিষ্ট জনদের লেখালেখির গল্প।
বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয় চার জেলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক পর্ব শুরু হয় মৌলভীবাজার জেলার পরিবেশনায় ঐতিহ্যবাহি মনিপুরী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে।লোক নৃত্য পরিবেশন করে এমকা সিলেট, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় সিলেট অঞ্চলের বিয়ের গীত এর দলীয় পরিবেশনা তুলে ধরেন শিল্পীরা, একে একে মঞ্চ মাতিয়ে উপস্থাপন করেন,বাউল আব্দুর রহমান, বাউল রনেশ ঠাকুর, বাউল রানু সরকার,সংগীতশিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, তন্বী দেব, প্রদীপ মল্লিক ও লিংকন।
রাত দশটায় হলভর্তি দর্শকের উপস্থিতিতে বাউল সিরাজ উদ্দিন ও বাউল সূর্যলাল দাস এর পরিবেশনার ঐতিহ্যবাহি মালজোড়া গানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারী কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিল্পী ও উপস্থিত দর্শক সুধীজনদের কৃতজ্ঞতা জানান।
এএফ/০১