বিশ্বনাথ সংবাদদাতা
জুন ০২, ২০২৩
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২৩
০২:১২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রদলের ১০জনসহ উভয় পক্ষে ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টারদিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী ছাত্রদল নেতারা পরীক্ষা (ইয়ারচেঞ্জ) দিয়ে বের হওয়ার পর তাদের উপর হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয়পক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের ১০জন রয়েছেন বলে ছাত্রদলের দাবি। আহতের মধ্যে গুরুতর আহত হন ৫জন। আহতদের মধ্যে কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কামরান আহমদ, নুমান আহমদ, এনামুল ইসলাম, লায়েক আহমদ ও নাঈম আহমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ছাত্রলীগের উজ্জল আহমদ, রেজা আহমদ ও আতিকুল ইসলামসহ আরও ৫জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতারা।
ন্যায় বিচার চেয়ে বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ ও উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ফাহিম আহমদ বলেন, পরীক্ষা থেকে বের হওয়ার পরই অন্যায়ভাবে হঠাৎ করে কলেজ ছাত্রদলের নেতাদের উপর হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বিক্ষোভ মিছিল করছিলেন কলেজ ছাত্রদলের নেতারা। এতে বাধা দেওয়ায় উভয়পক্ষে সংঘর্ষ হয়েছে এবং তাদের পক্ষের ৫জন আহত হয়েছেন।