গ্রিসে ট্রেন দুর্ঘটনা: পরিবহনমন্ত্রীর পদত্যাগ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০২, ২০২৩
০৭:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২৩
০৭:৪৮ পূর্বাহ্ন



গ্রিসে ট্রেন দুর্ঘটনা: পরিবহনমন্ত্রীর পদত্যাগ

গ্রিসে এক ট্রেন দুর্ঘটনায় ৩৬ জন নিহত হওয়ার পর দেশটির পরিবহনমন্ত্রী কস্টাস কারামানলিস নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


তিনি বলেন, এ রকম হৃদয়বিদারক ঘটনার দায় নিয়ে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট স্টেশনমাস্টারকেও গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।


এসই/০১