সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩
১১:১০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৩
১১:১০ পূর্বাহ্ন
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি এ. এস. এম কাসেম এর সভাপতিত্বে ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কোহেলী রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম।
উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুজাতা সুপ্তা, নুরুন্নাহার চৌধুরী, কামরুন নাহার বেগম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাহানা জাফরিন রোজী, শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, বার্ষিক ক্রীড়া উদযাপন পর্ষদের সম্পাদক আফতাব হোসেন চৌধুরী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ইসতিয়াক আহমদ, শিক্ষার্থী তানজিমা খালিন স্নেহা, অনন্যা সিকদার অর্থৈ প্রমুখ।
এএন/০২