সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩
১১:০৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৩
১১:০৬ পূর্বাহ্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নগরের টুকেরবাজার হাজী আব্দুছ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন ও মো. আব্দুল্লাহ নোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহামদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
হাজী আব্দুছ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহমান খোরাসানীর, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নেওয়াজ উদ্দিন, ইকবাল আহমদ, বিদ্যালয়ের শিক্ষক রাসেন্দ্র নারায়ণ তালুকদার, বদরুল হুদা, তৃপ্তি সোভা নাথ, মরিয়ম জেসমিন, অল্পনা তালুকদার, রীপা চক্রবর্তী, শিক্ষক মো. মহিউদ্দিন, মো. খলিলুর রহমান, মো. সোহরাব হোসেন, সুজন চন্দ্র দে, মাওলানা শামীম আহমদ, রোহিতাশ্ব তালুকদার, মোহাম্মদ জাকারিয়া, মো. এহসানুল হক, মো. হাবীবুর রহমান, গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র মো. রিজভী।
এএন/০১