ধর্মপাশায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে সদর ও চামরদানী ইউনিয়ন

ধর্মপাশা প্রতিনিধি


মে ২৩, ২০২২
১০:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২২
১০:৪০ পূর্বাহ্ন



ধর্মপাশায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে সদর ও চামরদানী ইউনিয়ন


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনুর্ধ্ব১৭) ফাইনালে সদর ও চামরদানী ইউনিয়ন।

রবিবার সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে ধর্মপাশা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে সেলবরষ ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়েছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পাখি চন্দ্র সিং। ধারাভাষ্যে ছিলেন উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু। খেলাটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনোয়ার হোসেন খান পাঠান, যুগ্ম সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন প্রমুখ। 

আগামী মঙ্গলবার বিকেল চারটার দিকে একই মাঠে ধর্মপাশা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও চামরদানী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

এএন/০১