ইউক্রেনের শহরে শহরে চলছে হামলা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২২
১০:১৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২২
১০:১৫ অপরাহ্ন



ইউক্রেনের শহরে শহরে চলছে হামলা

ইউক্রেনের দুই প্রান্তের দু’টি পৃথক শহরে হামলার পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাংকিভস্ক শহরেও আক্রমণ শুরু করেছে রুশ সামরিক বাহিনী। শহরটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো সেখানকার দক্ষিণ-পশ্চিমে বেশ কয়েকটি বিস্ফোরণের কথা জানিয়েছে।

এদিকে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ভলনোভাখা শহর দখল করে নিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাংকিভস্ক শহরে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। হামলার সময় শহরের দক্ষিণ-পশ্চিম অংশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লুতস্ক এবং পূর্বাঞ্চলীয় দিনিপরো শহরে শুক্রবার সকালে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। দিনাইপার নদীর তীরে অবস্থিত দিনিপরো শহরটি মধ্য-পূর্ব ইউক্রেনের একটি প্রধান দুর্গ বলে পরিচিত। পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম শহর দু’টিতে হামলা করল রুশ সেনারা।

এদিকে লুতস্ক এবং  ইভানো-ফ্রাংকিভস্ক শহরে হামলার তথ্য নিশ্চিত করেছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ‘অতি-নির্ভুল, দূরপাল্লার আক্রমণ’ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোর দু’টি সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে।

বিবিসি বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরু হলেও লুতস্ক ও ইভানো-ফ্রাংকিভস্ক শহরের মতো দেশটির পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে এর আগে রুশ সেনারা হামলা চালায়নি। যার কারণে ইউক্রেনের অন্যান্য অংশ থেকে বহু বেসামরিক মানুষ নিরাপত্তার সন্ধানে লভিভের মতো দেশটির পশ্চিমাঞ্চলে আশ্রয় নিয়েছিল।

এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার অবরোধ করে রাখা বন্দরনগরী মারিউপোলের উত্তরে অবস্থিত ভলনোভাখা শহর দখল করে নিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। মারিউপোলের উত্তরে অবস্থিত এই শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

বি এন-০৫