খেলা ডেস্ক
মার্চ ০৯, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
ফুটবল ও হকির উজ্জ্বল নাম বিয়াকা লুসাই মারা গেছেন। মঙ্গলবার (৮ মার্চ) ভারতের মিজোরামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
বিয়াকা লুসাই ৯০ দশকের তুখোড় ফুটবলার ও হকি খেলোয়াড়। ঢাকা প্রথম বিভাগ হকি লিগে দীর্ঘদিন তিনি অত্যন্ত সুনামের সঙ্গে খেলেছেন। তবে সিলেটে তিনি ফুটবলের বিয়াকা নামেই বেশ জনপ্রিয় ছিলেন।
মাঝমাঠে তাঁর অপূর্ব ফুটবল শৈলী ছিল দর্শকদের আনন্দের খোরাক। খেলোয়াড়ি জীবন শেষে ভারতে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন বিয়াকা লুসাই।
সাবেক কৃতী ফুটবলার ও হকি খেলোয়াড় বিয়াকা লুসাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার সভাপতি মান্না চৌধুরী ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান।
আরসি-০২