খেলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২১
০৮:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১
০৮:২১ পূর্বাহ্ন
বাংলাদেশ পুলিশ আয়োজিত বেস বল, থ্রোবল, পেসা পালু, ডিউ বল (পুরুষ-নারী) চ্যাম্পিয়নশিপে চারটি ট্রফি জিতেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির পুরুষ ও নারী দল। বিভিন্ন ইভেন্টের ট্রফি জয়ে পুরুষ দলের চেয়ে এগিয়ে রয়েছে নারী দল। পুরুষ দল পেসা পালু ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে। আর নারী দল বেস বলে রানারআপ ছাড়াও ফুট ভলিতে এবং পেসা পালুতে ৩য় স্থান অর্জন করে।
এদিকে, বিভিন্ন ইভেন্টে ট্রফি জয়ী নারী ও পুরুষ পুলিশ সদস্যদের এসএমপি হেডকোর্য়াটার্সে তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমীন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং এন্ড র্স্পোটস) এহসান উদ্দিন চৌধুরী।
এএন/০২