সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২১
০৬:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০৬:৩৫ পূর্বাহ্ন
টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন সুনামগঞ্জের ছেলে মো. রায়হান আলম তুহিন।
আগামী ২০ শে ডিসেম্বর ষড়জ এডভেঞ্চার কর্তৃক আয়োজিত Fortune Bangla channel Swimming 2021 প্রতিযোগিতায় টেকনাফ থেকে সেন্টমার্টিন ১৬.১ কিমি সাতরে পাড়ি দিবেন তুহিন।
বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য গত ২৬ শে নভেম্বর ঢাকায় বাছাই প্রতিযোগিতায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। তিনি সাফল্যের সঙ্গে তা পাড়ি দিতে পারলে এটা হবে সুনামগঞ্জের ইতিহাসে প্রথম বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাতারু।
মো. রায়হান আলম তুহিন সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রয়াত ডা. আব্দুল মালেক মোল্লা ও তুলারুন নেছার ছেলে। পেশায় তিনি বাংলাদেশ সরকারের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সুনামগঞ্জ শাখার সাবেক ম্যানেজার এবং বর্তমানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে সিলেট প্রধান শাখায় কর্মরত আছেন।
এই সাতার প্রতিযোগিতা দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং ও অ্যাডভেঞ্চারাস প্রতিযোগিতা। তুহিন সাঁতারুর পাশাপাশি একাধারে বাংলাদেশের একজন আল্ট্রা রানার ও সাইক্লিস্ট।
আরসি-০৫