সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২১
০৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৬:৪৮ পূর্বাহ্ন
বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার ক্যারাম একক খেলা সম্পন্ন।
নগরীর জিন্দাবাজার সিতারা ম্যানশনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে গতকাল রবিবার ক্যারাম একক ফাইনাল অনুষ্ঠিত হয়। ক্যারাম এককে চ্যাম্পিয়ন হন এ এইচ আরিফ ও রার্নাস আপ হন এস এম সুজন।
দিনের প্রথমার্ধ্বে শেখ আব্দুল মজিদ হারান মামুন হাসানকে, আনিস রহমানের কাছে হারেন মো. দুলাল হোসেন। মো. আবু বক্কর জিতেন মো. আব্দুল খালিকের বিপক্ষে। শাহ মো. কয়েছ আহমদ হারান মো. নুরুল ইসলামকে। ফাইনালে এস এম সুজনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এ এইচ আরিফ।
আজ সোমবার ৭ম দিনে ডমিনোজ খেলা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এএন/০১