খেলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০২১
০৭:৫৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৭:৫৩ পূর্বাহ্ন
চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার সেরি আয় প্রায় ভুলে যাওয়া এক তেতো স্বাদ পেল জুভেন্টাস। ৩২ বছর পর তাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরল আটালান্টা। তুরিনে শনিবার লিগ ম্যাচে ১-০ গোলে হারে জুভেন্টাস। প্রথমার্ধেই সফরকারীদের জয়সূচক গোলটি করেন কলম্বিয়ান স্ট্রাইকার দুভান জাপাতা।
১৯৮৯ সালের পর এই প্রথম জুভেন্টানের মাঠে জিতল আটালান্টা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল আট ম্যাচে। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন জাপাতা।
চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে ৪-০ গোলে হারের আগেই প্রতিযোগিতাটির নকআউট পর্বে খেলা নিশ্চিত করা জুভেন্টাস। ১৪ ম্যাচের পাঁচটিতে হারা জুভেন্টাস ২১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। শীর্ষে থাকা নাপোলির চেয়ে তারা পিছিয়ে ১১ পয়েন্টে।
১৩ ম্যাচে নাপোলির সমান ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে শিরোপাধারী ইন্টার মিলান। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে আটালান্টা।
এএন/০৩