খেলা ডেস্ক
                        নভেম্বর ২১, ২০২১
                        
                        ০৭:৩১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ২১, ২০২১
                        
                        ০৭:৩১ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    স্প্যানিশ ক্লাব বার্সালোনা ছেড়ে পিএসজিতে এসে লিগ ওয়ানে গোলই পাচ্ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেজন্য তাকে সমালোচনাও শুনতে হয়েছে। তবে সমালোচনার দিন শেষ। অবশেষে লিগ ওয়ানে গোল পেলেন মেসি।
ঘরের মাঠে শনিবার নঁতের বিপক্ষে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। এই গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলছিল তারা। ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। তাই বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে।
১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে। কিন্তু পিএসজির যে একজন খেলোয়াড় কম আছে সেটা মাঠে বুঝতেই দেয়নি বাকিরা। ম্যাচের ৮২তম মিনিটে মেসির দুর্দান্ত শট আটকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেয় নঁতের ডেনিশ আপিয়াহ।
৮৭তম মিনিটে লিওনেল মেসি গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি।
আরসি-০৫