খেলা ডেস্ক
নভেম্বর ০৫, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন
সিলেটের বিদয়ী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. খলিলুর রহমানকে কর্মস্থল ত্যাগ উপলক্ষে বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘বিদায় সংবর্ধনা’ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী সদস্য সৈয়দ তকরিমুল হাদী কাবী এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।
সংবর্ধিত অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. খলিলুর রহমান সিলেট ক্রীড়াঙ্গনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উপস্থিত সকলের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এএন/০১