খেলা ডেস্ক
                        অক্টোবর ২০, ২০২১
                        
                        ০৭:৫৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ২০, ২০২১
                        
                        ০৭:৫৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ফরাসি লিগ ওয়ানে গোল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ ছন্দে আছেন লিওনেল মেসি। তার জোড়া গোলেই পিছিয়ে পড়েও আরবি লাইপজিগের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে পিএসজি।
পার্ক দি প্রিন্সে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে আরবি লাইপজিগকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। মেসির জোড়া গোল ছাড়া গোল পেয়েছেন এমবাপে। লাইপজিগের হয়ে গোল দুটি করেছেন আন্দ্রে সিলভা ও নর্দি মুকিলে।
ঘরের মাঠে অবশ্য মাঝমাঠের দখল রেখেই খেলতে থাকে পিএসজি। ৬৪ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। আক্রমণ বেশি করে সফরকারী লাইপজিগ। মোট ১৮টি শট নেয় তারা। জাত ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১২টি শট নিয়েই ৪টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।
এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো পিএসজি। এ গ্রুপের অপর ম্যাচে ক্লাব ব্রুজকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে ৬ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে ম্যানচেস্টার সিটি। তিন ম্যাচের তিনটিতেই হেরে তালিকার তলানিতে আছে লাইপজিগ।
এএন/০২