সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৬, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের আয়োজনে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বিজয় উৎসব।
এ উপলক্ষে গতকাল বার্মিংহামে সংগঠনের সভাপতি মোহাম্মদ মারুফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলালের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রিটেনের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় বৃহৎ পরিসরে উৎসবে, প্রবাসী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও কবি, সাহিত্যিক ও বাঙালি কমিউনিটিতে অবদানের জন্য বিশিষ্টি ব্যাক্তিদের সম্মান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কায়সারুল ইসলাম সুমন, সাইফুর রাজা চৌধুরী, ফারসু আহমেদ চৌধুরী, জিয়া তালুকদার, সাইদুর রহমান সুহেল, আতিকুর রহমান, ওবায়দুল কবির খোকন, বদরুল আলমসহ আরও অনেকে।
এদিকে সংগঠনের আসন্ন সাধারন সভা উপলক্ষে নতুন সদস্যপদের আহবান ও সংবাদের মান বজায় রাখতে সাংবাদিকদের প্রশিক্ষনের অয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
এএফ/০১