শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২১
০৭:৪১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০৭:৪৪ অপরাহ্ন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আবু হেনা’র বাবা মো. জামাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিতকারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর আজিমনগর জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম মো. জামাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এস ডি/বি এন-০৭