খেলা ডেস্ক
                        সেপ্টেম্বর ১৫, ২০২১
                        
                        ০৭:৩৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২১
                        
                        ০৭:৩৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ মোকাবেলায় বায়ার্নের বিপক্ষে আট গোল হজম করেছিল বার্সেলোনা। সেই হারের বদলা নেওয়ার ম্যাচে এবার হজম করেছে তিন গোল। মঙ্গলবার রাতে বার্সার মাঠ ক্যাম্প ন্যু তে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলের জয় পেয়েছে। জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি, একটি গোল টমাস মুলারের। মেসি-পরবর্তী যুগে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে হারল বার্সেলোনা।
১১ মাস আগে লিসবনে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল। ২০০৩-০৪ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের কোনো হোম ম্যাচে প্রথমার্ধে একটি শটও নিতে পারল না তারা।
ম্যাচের ৫৬ মিনিটেই স্কোরলাইন ২-০ করে বায়ার্ন। ১৮ বছর বয়সী মুসিয়ালার বুলেট গতির শট পোস্টে লেগে ফেরার পর ছয় গজ বক্সের মুখে থাকা লেভানডোভস্কি সহজেই বল জালে পাঠান। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ৭৪টি। ৮৫ মিনিটে অনেকটা একইভাবে ব্যবধান আরও বাড়ান লেভানডোভস্কি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জালের দেখা পেলেন লেভানডোভস্কি। ৬ ম্যাচে তার গোল ১০টি।
এএন/০৪