খেলা ডেস্ক
                        সেপ্টেম্বর ১২, ২০২১
                        
                        ০৬:৩৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
                        
                        ০৬:৩৬ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ফরাসি লিগ ওয়ানে ক্লেহমোর ফুটকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি । শনিবার রাতে পিএসজির ঘরের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।জোড়া গোল করেন আন্দের এররেরা এবং একটি করে করেন কিলিয়ান এমবাপে ও ইদ্রিসা গেয়ি। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে র্শীর্ষে পিএসজি। সমান খেলায় ২ জয় ২ ড্র ও ১ হারে তিনে ক্লেহমোর।
ম্যাচের ২০ মিনিটে পিএসজিকে এগিয়ে নেন আন্দের এররেরার গোলে।এর এগার মিনিট পর আবারও গোল করে লিড দ্বিগুন করে এররেরা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান এমবাপে।এই গোলে লিগে তার ৪ গোল। ৬৭ মিনিটে হেডে গোল করে ৪-০ স্কোরলাইন করেন গেয়ি ।
এএন/০৪