নবীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

নবীগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৯, ২০২১
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
১২:০৮ পূর্বাহ্ন



নবীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের একটি ডিজিটাল স্টুডিও'তে রাতের আঁধারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই দোকান থেকে দামি ক্যামেরাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। 

জানা যায়, ওই বাজারে অবস্থিত সাহেদ ডিজিটাল স্টুডিও'র মালিক সাহেদ মিয়া প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সাহেদ মিয়া দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।

ক্ষতিগ্রস্ত সাহেদ মিয়া জানান, চোরেরা দোকান থেকে ডিএসএলআর ক্যামেরাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই স্বপন কুমারের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় উপস্থিত ছিলেন, রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরী, ব্যবসায়ী জামিরুল ইসলাম, শ্যামল প্রমুখ।


এএম/আরআর-১০