খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২১
১২:০১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
১২:০২ পূর্বাহ্ন
গত এক বছরে টেনিস খেলোয়াড়দের মধ্যে অর্থ আয়ের তালিকায় শীর্ষে রয়েছেন রজার ফেদেরার। ট্যাক্স বাদেই তিনি এই সময়ের মধ্যে আয় করেছেন ৯০.৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৭০ কোটি ১ লাখ টাকা। ইনজুরির কারণে বছরের প্রায় বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে ছিলেন এই সুইস তারকা। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ধনী টেনিস খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। হাঁটুর ইনজুরির কারণে এবারের ইউএস ওপেনে খেলতে পারেননি ফেদেরার।
শীর্ষ ১০ ধনী টেনিস খেলোয়াড়
রজার ফেদেরার : ৯০.৬ মিলিয়ন মার্কিন ডলার
নাওমি ওসাকা : ৬০.১ মিলিয়ন ডলার
সেরেনা উইলিয়ামস : ৪১.৮ মিলিয়ন ডলার
নোভাক জকোভিচ : ৩৮ মিলিয়ন ডলার
রাফায়েল নাদাল : ২৭ মিলিয়ন ডলার
কেই নিশিকোরি : ২৬ মিলিয়ন ডলার
দানিল মেদভেদেভ : ১৩.৯ মিলিয়ন ডলার
ডোমিনিক থিয়েম : ৮.৯ মিলিয়ন ডলার
স্টিফানোস সিতসিপাস : ৮.১ মিলিয়ন ডলার
অ্যাশলে বার্টি : ৫.৮ মিলিয়ন ডলার
এএন/০৪