ধর্মপাশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২১
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০২:০০ পূর্বাহ্ন



ধর্মপাশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ সেপ্টম্বর) বাদ আছর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আলী আমজাদ, যুগ্ম-সম্পাদক এস এম রহমত, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব সোহাগ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান বাদল ও সদস্য সচিব কাঞ্চন আহমেদ। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসএ/আরআর-১১