ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২১
০২:০০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০২:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ সেপ্টম্বর) বাদ আছর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আলী আমজাদ, যুগ্ম-সম্পাদক এস এম রহমত, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব সোহাগ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান বাদল ও সদস্য সচিব কাঞ্চন আহমেদ। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/আরআর-১১