হবিগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে কিশোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন



হবিগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে কিশোর আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অলিম মিয়া (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, গতকাল সোমবার রাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে ওই কিশোরকে আটক করা হয়। এর আগে গত ২১ আগস্ট বিকেলে বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ধর্ষণের শিকার শিশুর বাবা একজন রিকশাচালক। ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর ওই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার মা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। শিশুটির পিতা বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর সোমবার অভিযুক্ত কিশোরকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বিরাট এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


এসআর/আরআর-১০