হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২০, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন
বিএনপি'র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন 'মানবসেবা অক্সিজেন ব্যাংকে' ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, ১টি অক্সিজেন সিলিন্ডার (ফুল সেট), ৪টি পালস্ অক্সিমিটার, ৫টি ডিজিটাল থার্মোমিটার, ৩ সেট বিপি (রক্তচাপ পরিমাপক যন্ত্র), ১৩ সেট অক্সিজেন ক্যানোলা, ৫০০ পিস সার্জিক্যাল মাস্কসহ চিকিৎসা উপকরণ সামগ্রী প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২টায় ডা. সাখাওয়াত হাসান জীবন মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ এর সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরীর হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. এনামুল হক সেলিম, মানবসেবা সামাজিক সংগঠন এর কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ডা. নন্দদেব রায় নানু, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, মানবসেবা'র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায়, কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য মাধব সরকার, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। মানবসেবা সামাজিক সংগঠনের চলমান কার্যক্রমে সহায়তা প্রদান করায় ডা. সাখাওয়াত হাসান জীবনের প্রতি কৃতজ্ঞতা জানান মানবসেবা সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী।
এ সময় ডা. সাখাওয়াত হাসান জীবন মানবসেবা সামাজিক সংগঠন এর মানবিক কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও মানবসেবা সামাজিক সংগঠন এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসআর/আরআর-০৭