শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২১
০৬:১০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৬:১০ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিলন মিয়া ইয়াবাসহ গ্রেফতার হওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূইয়া কারারক্ষী মিলনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মাদক মামলা নিষ্পত্তি হলে তাকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করা হবে।
কিছুদিন পূর্বে মিলন মিয়া হবিগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য রবিবার (১৫ আগস্ট) রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল সহ সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে কারারক্ষী মিলন মিয়া (২৮)সহ তার দুই সহযোগী অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া (২৪) কে আটক করে।
এস ডি/বি এন-০১