খেলা ডেস্ক
                        আগস্ট ১৮, ২০২১
                        
                        ০৫:১৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১৮, ২০২১
                        
                        ০৫:২০ অপরাহ্ন
                             	
 
                        
             
    ১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ১৯৭৫ সাল থেকে প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছিল ব্রাদার্স। নিজেদের প্রথম ম্যাচেই আবাহনীকে ১-০ গোলে হারিয়ে দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। পরের ৪৬ বছর তারা শীর্ষ পর্যায়ের লিগে খেলেছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কাছে ৪-০ গোলের হারে তাদের অবনমন ঘটল। ৪৬ বছরে প্রথমবার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার দুটি দলের অবনমিত হলো। আগের দিন অবনমন নিশ্চিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। আজ নিশ্চিত হলো ব্রাদার্সের অবনমন। আগামী মৌসুমে এই দুটি দল দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে খেলবে। গত কয়েক মৌসুম ধরেই ব্রাদার্সের হর্তাকর্তারা ভালো দল গড়ার চেয়ে নিজেদের চেয়ার বাঁচাতেই ব্যস্ত ছিলেন। তার পরিণতি দলের এই অবনমন।
একসময় এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন জাতীয় দলের তারকা হাসানুজ্জামান বাবলু, ওয়াসিম ইকবাল, মাহমুদুল হক লিটনের মতো ফুটবলার। তারা হতাশায় চোখ মুছছেন। এমন ঘটনাও দেখতে হলো- এটা যেন বিশ্বাসই হচ্ছে না। এবারের লিগে ২১ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে ব্রাদার্স! ড্র ৩টি, হার ১৬টি। ২১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার ১২ নম্বরে।
এএন/০৪