শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২১
১১:২৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২১
১১:২৬ অপরাহ্ন
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারীদের স্থান যুবলীগে নেই। যুবলীগ করতে হলে দলের সাংগঠনিক শৃঙ্খলা মেনেই করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসীদের যুবলীগে ঠাই নেই। বাণিজ্যিক যুবলীগ নয়, পরিচ্ছন্ন ও মানবিক যুবলীগ চাই।
তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে দেশের মানুষ ভয়ে থাকত বোমা হামলার শিকার হওয়ার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোথাও কোনো বোমা হামলা হয়নি। দেশের মানুষ এখন শান্তিতে আছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে রাত-দিন পরিশ্রম করছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় জেলা যুবলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, রফিকুল আলাম জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক ডা. রেজাউল কবীর ও প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
এছাড়া বক্তব্য দেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকউজ্জামান হিরাজ, হবিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ডা. ইশতিয়াক হোসেন রাজ, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী প্রমুখ।
এসডি/আরআর-০৫